প্রভুর হরিদাস-প্রীতি-জ্ঞাপন-কল্পে যবন-কর্তৃক হরিদাসের
অত্যাচার, তদ্রক্ষর্ণাথ মহাপ্রভুর চক্ৰহস্তে বৈকুণ্ঠ হইতে
আগমন, ভক্তের শুভকামনায় 'ভক্ত-হিংসাকারীর
ত্রাণ এবং প্রভুর নিজাব্দে ভক্তের আঘাত
গ্রহণ প্রভৃতি স্বমুখে বর্ণন—
শুন শুন হরিদাস তোমারে যখন।
নগরে নগরে মারি’ বেড়ায় যবনে ॥