পাপিষ্ঠ যবনে তোমা যত দিল দুঃখ।
তাহা সঙরিতে মোর বিদরয়ে বুক ॥
লোভের বশবর্তী হইয়া মানব যথেচ্ছাচার করিতে আরম্ভ করে। তাহাতে অনেক সময় পাপ আসিয়া উপস্থিত হয়। যেকালে নিরপেক্ষতা ও ভজনীয় বস্তুর প্রতি সেবা-প্রবৃত্তি না থাকে, তৎকালেই জীব ভোগরাজ্যে নানাপ্রকার পাপ-পুণ্যের আবাহন করে। মুক্তপুরুষগণের সহিত বিবোধ করা পাপীর ধর্ম। পুণ্যবান্ ব্যক্তিগণ মুক্ত- বিচারকে আক্রমণ করেন না, মুক্ত —বিচার গ্রহণও করেন না। এজন্য বদ্ধজীবের প্রতি শ্রেয়ঃপন্থীর সর্বদাই করুণা বর্তমান। কিন্তু পাপ-পুণ্যপ্রয়াসী ভোগী ব্যক্তি যখন ভগবদ্ভক্তগণকে দুঃখ দিতে প্রবৃত্ত হয়, সেকালে ভক্তগণ সাধারণ কর্মীর ন্যায় প্রতিশোধ আকাঙ্ক্ষা করেন না। তাহা না করায় তাদৃশ অনুষ্ঠান পাপীকে উত্তরোত্তর ক্লেশে আবদ্ধ করে। তাহাতে ভক্তের পাপকারীর জন্য দুঃখ উপস্থিত হয় এবং ভক্তের ভজনের ব্যাঘাত করায় ভগবানেরও ভক্তগণের জন্য দুঃখ উপস্থিত হয়।