গ্রন্থকার-কর্তৃক চৈতন্যজয় কীর্তন, নিত্যানন্দ-চরণে পরম
রতি প্রর্থনা এবং চৈত্যানুগ-গণকে অভিবাদন—
জয় গৌরচন্দ নিত্যানন্দের জীবন।
তোর নিত্যানন্দ মোর হউ প্রাণধন ॥
সম্বন্ধজ্ঞানরহিত পক্ষিগণও যদি ‘শ্রীচৈতন্য’-শব্দ অনুকরণ করিয়া উচ্চারণ করে, তাহা হইলে তাহারাও প্রকৃত জ্ঞান লাভ করিয়া জন্মান্তরে শ্রীচৈতন্যদেবের ধাম লাভ করিতে পারে। শ্রীধাম মায়াপুরে পশু-পক্ষী-গুল্মলতা ও অনভিজ্ঞ মানবগণও শ্রীচৈতন্যদেবের কথা-শ্রবণে সৌভাগ্য লাভ করে।