চৈতন্যে দোষদশর্নকারী সন্ন্যাসীর দুর্গতি এবং চৈতন্য-
নাম-কীর্তনকারী সম্বন্ধজ্ঞানরহিত পক্ষীর
গৌরধামপ্রাপ্তি—
সন্ন্যসীও যদি নাহি মানে গৌরচন্দ।
জানিহ সে খল জন জন্ম জন্ম অন্ধ ॥
কোন ব্যক্তি নিজ দুর্ভাগ্যক্রমে মিষ্ট বস্তুকে তিক্ত বলিয়া উপলব্ধি করেন। তাঁহার দুর্ভাগ্যক্রমে যে অনর্থযুক্ত প্রতীতির উদয় হয়, তাহাতে প্রকৃত মিষ্টদ্রব্যের স্বাদ নষ্ট হয় না। ভাগ্যহীন জনগণ চৈতন্যের পরানন্দ প্রতিষ্ঠা শুনিয়া সুখ লাভ করেন না।