নিত্যানন্দ-মহিমাত্মক বাক্যবলী মহাদেবের অথবা
সর্বজনের আগোচর—
আদিদেব মহাযোগী ঈশ্বর বৈজ্ঞব।
মহিমার অন্ত ইঁহা না জানয়ে সব ॥
কেহ যদি ভাগ্যহীন হইয়া স্বীয় দুর্দশাক্রমে নিত্যানন্দপ্রভুকে অবজ্ঞা করেন, তাহা হইলে তিনি শ্রীচৈতন্যদেবের বিচারে সর্বনাশ বরণ করিলেন।