নিত্যানন্দের চৈতন্যদাসাভিমান এবং তাঁহারই কৃপায়গৌর-দাস্যলাভ, গৌরতত্ত্ব ওভক্তিতত্ত্ব হৃদয়ঙ্গম—
চৈতন্যের দাস্য বই নিতাই না জানে।চৈতন্যের দাস্য নিত্যানন্দ করে দানে ॥