তাহান কৃপায় হয় চৈতন্যেতে রতি।নিত্যানন্দ ভজিলে আপদ্ নাহি কতি ॥
নিত্যানন্দের স্বরূপগত অভিমানে চৈতন্যের দাস্য ব্যতীত অন্য কিছুই প্রকাশিত হয় না।