Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 302

Language: বাংলা
Language: English Translation
  • নিত্যানন্দপ্রভুর স্বরূপগত অভিমান-চৈতন্য-দাস্য এবং
    তৎকৃপায়ই চৈতন্যরতি লাভ—

    নিত্যানন্দ কহে’,—‘মুঞি চৈতন্যের দাস’।
    অহর্নিশ আর প্রভু না করে প্রকাশ

    শ্রীচৈতন্য-দাস্যবর্জিত ব্যক্তি যতই পূজ্য বস্তু হউক না কেন, তাহাকে কখনই আদর করা যাইতে পারে না। শ্রীচৈতন্যভক্ত জগতে যতই অনাদরের পাত্র বলিয়া বিবেচিত হউন না কেন, তিনিই পরম আদরণীয়।

Page execution time: 0.03852891922 sec