নিত্যানন্দপ্রভুর স্বরূপগত অভিমান-চৈতন্য-দাস্য এবং
তৎকৃপায়ই চৈতন্যরতি লাভ—
নিত্যানন্দ কহে’,—‘মুঞি চৈতন্যের দাস’।
অহর্নিশ আর প্রভু না করে প্রকাশ ॥
শ্রীচৈতন্য-দাস্যবর্জিত ব্যক্তি যতই পূজ্য বস্তু হউক না কেন, তাহাকে কখনই আদর করা যাইতে পারে না। শ্রীচৈতন্যভক্ত জগতে যতই অনাদরের পাত্র বলিয়া বিবেচিত হউন না কেন, তিনিই পরম আদরণীয়।