প্রভু বলে,—“আচার্য! মাগহ নিজ কার্য।”
“যে মাগিলুঁ, তা’ পাইলুঁ” বলয়ে আচার্য ॥
বঁধুয়া,—‘বন্ধু’- শব্দের আদরসূচক লৌকিক ভাষা।
গুণনিধিয়া,—‘গুণনিধি’- শব্দের লৌকিক আদরসম্ভাষণ। যেরূপ পূর্ববঙ্গে শ্রীহট্টের অধিবাসিগণকে “সিলেটিয়া”, কলিকাতার অধিবাসিগণকে ‘কল্কাতিয়া” প্রভৃতি বলা হয়, সেই জাতীয় কবিত্বের ভাষা॥ধ্রু॥
মহাপ্রভু অদ্বৈতাচার্যকে নিজাভীষ্ট প্রার্থনা করিতে বলিলে অদ্বৈতপ্রভু তদুত্তরে মহাপ্রভুকে কহিলেন,— “আমি যাহা প্রার্থনা করিয়াছিলাম, তাহা পাইয়াছি।’’