গ্রন্থকারের জননী নারায়ণীর শ্রীচঅইতন্যর
ভোজনাবশেষ প্রাপ্তি—
ভোজনের অবশেষ যতেক আছিল।
নারায়নী পুণ্যবতী তাহা সে পাইল ॥
মহাপ্রভু বিষয়-বিগ্রহ হওয়ায় স্রক-চন্দন-তাম্বুলাদিবিলাসোপকরণ-সমূহ গ্রহণের অধিকারী। সকল বিলাসোপকরণ তাঁহার জন্যই সেবাধিকার লাভ করিয়াছে। ভক্তগণ তাঁহার স্বীকৃতস্রক-চন্দনাদি প্রসাদ-বুদ্ধিতে গ্রহণ করিতে পারেন। তাহার ভোগোপকরণ তাম্বুলাদি-উচ্ছিষ্ট গ্রহণকালে জীবের সেবাপ্রবৃত্তি সমৃদ্ধ হয়। ভগবান্ এই তাম্বুলাদি উপভোগ করিয়াছেন,--এই বুদ্ধিতে ভগবদুচ্ছিষ্টগ্রহণে উল্লাস উপস্থিত হইলে জীবের ইতর ভোগবাসনায় উল্লাস বিনষ্ট হয়। বদ্ধজীব নিজ ভোগবাসনা চরিতার্থ করিবার জন্য যদি সেবা-হলনায় ঐ সকল বিলাসোপকরণ গ্রহণ করে, তাহাতে তাহার অমঙ্গল ঘটে।