মহাপ্রভুর ভক্তগণকে প্রসাদী মালা,ও
তাম্বুল প্রদান—
আপন গলার মালা দিলা সবাকারে।
চর্বিত তাম্বূল আঞ্জা হইল সবারে ॥
ভগবান্ যখন পৃথিবীতে লীলা করেন, তখন তাঁহার সহিত পার্ষদগণ আগমন করিয়া তাঁহার সেবাধিকার লাভ করেন। তাঁহাদিগের ভৃত্য-পর্যায়ে অবস্থিত জনগণও সেই সকল লীলার কথা হৃদয়ঙ্গম করিতে সৌভাগ্য লাভ করেন।