Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 284

Language: বাংলা
Language: English Translation
  • সেই দেখে,—আর দেখিবারে শক্তি নাই
    নিরন্তর ক্রীড়া করে চৈতন্য গোসাঞি

    শ্রীচৈতন্যলীলা---নিত্যা। যখন যাঁহার সৌভাগ্যের উদয় হয়, তিনিই তখন সেই লীলা-দর্শনে সমর্থ হন। সার্বকালিকী শ্রীচৈতন্যলীলা কালের অধীনে প্রপঞ্চে আগত হইয়াছিল, এরূপ নহে। সকল কালেই ভক্তিপূর্ণ হৃদয়ে সেবনাভিপ্রায় লক্ষিত হইলে তিনি শ্রীচৈতন্যলীলা পুষ্টি করিতে পারেন। একথা শ্রীচৈতন্য-মঠের, সেবকগণ সর্বদাই বুঝিয়া থাকেন। শ্রীচৈতন্য বিরােধী, শ্রীগৌরসুন্দরের প্রচার-বিরোধী, শ্রীগৌড়ীয়মঠ-বিরোধী, কর্মী ও প্রাকৃত সহজিয়াগণের দৃষ্টি শ্রীচৈতন্য-বিহার দর্শন করিতে সমর্থ হয় না। “চেদদ্যাপি দিদৃক্ষেরণ্‌ উৎকণ্ঠার্তা নিজপ্রিয়াঃ। তাং তাং লীলাং ততঃ কৃষ্ণো দর্শয়েৎ তান কৃপানিধিঃ॥’’ (—লঘুভাগবতামৃত)।

Page execution time: 0.0376892089844 sec