অদ্যাপিহ চৈতন্য এ সব লীলা করে।
যখনে যাহারে করে দৃষ্টি-অধিকারে ॥
শ্রীগৌরসুন্দরের বিচিত্র লীলা-বিলাস কর্মফল-বাধ্য জীবের চরিতোপযোগী আনুষ্ঠানিক ক্রিয়ামাত্র নহে। ভগবানের ক্রিয়া সমূহ নিত্য বলিয়া লীলার প্রপঞ্চে অবতরণ এবং প্রপঞ্চ হইতে অভিযান-দর্শনে উহাকে কালক্ষোভ্য কর্মবিশেষ মনে করিবে না। “আবির্ভাবাঽতিরোভাবা স্বপদে তিষ্ঠতি’’ (—গোপালোত্তরতাপনী)।