দুষ্কৃতিযুক্ত ব্যক্তির ভাগ্য-সহ জলহীন সরোবরের তুলনা—
দুষ্কৃতির সরোবরে কভু জল নহে।
এমন প্রকাশে কি বঞ্চিত জীব হয়ে? ॥
পাণ্ডিত্য-গৌরবে স্ফীত পণ্ডিত-সমাজ নবদ্বীপের মহিমা একচেটিয়া করিলেও ভগবান্ গৌরসুন্দরের আবির্ভাব ও তৎস্বরূপের প্রকাশ বুঝিতে সমর্থ হন নাই।