Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 275

Language: বাংলা
Language: English Translation
  • পার্থিব-অভিমানমত্ত জনগণের শ্রীবাসভবনের মহাপ্রকাশ দর্শনে
    অসামর্থ্য, পরন্ত বৈষ্ণব-দাস-দাসীর নিকট তাহার সুলভতা—

    সেইখানে হেন বৈকুন্ঠের সুখ হৈল।
    বৃথা অভিমানি একজন না দেখিল

    কোন কোন ব্যক্তি ভীষ্মের ন্যায় ভীষণ প্রতিজ্ঞা করিয়া আকুমার ব্রহ্মচর্য পালন পূর্বক নিজে শারীরিক ক্লেশে জীবনপাত করেন; কেহ বা কাহারও নিকট কোন সেবা গ্রহণ করিব না বলিয়া ভীষণ প্রতিজ্ঞা করেন। তথাপি ভক্তির শ্রেষ্ঠতা তাঁহাদের উপলব্ধির বিষয় না হওয়ায় তৎসমস্ত ক্লেশমাত্রে পর্যবসিত হয়।

Page execution time: 0.0426290035248 sec