পার্থিব-অভিমানমত্ত জনগণের শ্রীবাসভবনের মহাপ্রকাশ দর্শনে
অসামর্থ্য, পরন্ত বৈষ্ণব-দাস-দাসীর নিকট তাহার সুলভতা—
সেইখানে হেন বৈকুন্ঠের সুখ হৈল।
বৃথা অভিমানি একজন না দেখিল ॥
কোন কোন ব্যক্তি ভীষ্মের ন্যায় ভীষণ প্রতিজ্ঞা করিয়া আকুমার ব্রহ্মচর্য পালন পূর্বক নিজে শারীরিক ক্লেশে জীবনপাত করেন; কেহ বা কাহারও নিকট কোন সেবা গ্রহণ করিব না বলিয়া ভীষণ প্রতিজ্ঞা করেন। তথাপি ভক্তির শ্রেষ্ঠতা তাঁহাদের উপলব্ধির বিষয় না হওয়ায় তৎসমস্ত ক্লেশমাত্রে পর্যবসিত হয়।