কেহ কেহ পরিগ্রহ কিছু নাহি লয়।
বৃথা আকুমারধর্মে শরীর শোষয় ॥
নবদ্বীপ-নগরে সন্ন্যাসী, তাপস , কেবলাদ্বৈতবেদান্তী, যোগপরায়ণ ব্যক্তি—অনেকেই গীতা ভাগবত পাঠ করিয়া থাকেন, এবং ঐ সকল গ্রন্থ অপরের নিকট ব্যাখ্যা করিয়া অধ্যাপনা করেন; তথাপি তঁহাদের তপস্যা, ত্যাগ, নির্ভেদব্রহ্মানুসন্ধান, পরমাত্ম সন্নিধ্য-লাভ প্রভৃতি নিজ নিজ প্রার্থিত ধর্ম হইতে অবসর-লাভ ঘটে না।