যেখানে যেখানে হয় মোর অবতার।তথায় গায়ন তুমি হইবে আমার ॥
তুমি যেরূপ তোমার ঐকান্তিক ভক্তির বলে আমার হইয়াছ, সেইরূপ আমার ভক্তগণেরও প্রিয় হও।