আমার যেমন তুমি বল্লভ একান্ত।এই মত হউ তোরে সকল মহান্ত ॥
আমার অনুগত বিষ্ণুভক্ত সকল তোমার সেবোন্মুখ গীত শ্রবণ করিয়া তাহাদের হৃদয়ের কাঠিন্য তরল করিতে সমর্থ হয়।