ভক্তি বিলাইমু মুই—বলিল তোমারে।আগে প্রেমভক্তি দিল তোর কন্ঠস্বরে ॥
“মুকুন্দ, তুমি আমার বক্তব্য কথাসমূহই বলিলে। যেহেতু তুমি ঐকান্তিক ভক্ত, সুতরাং সত্যকথা ব্যতীত তোমার মুখে অন্য প্রকার কোনও উক্তি বহির্গত হইতে পারে না।’’