ভক্তিস্থানে অপরাধ কৈলে ঘুচে ভক্তি।
ভক্তির অভাবে ঘুচে দরশন শক্তি ॥
ভগবদ্দর্শন অল্পভাগ্যের ফলে ঘটে না। রজকের কোটি কোটি জন্ম গিয়াছিল। ভগবদ্দর্শন লাভ করিয়াও সেবোন্মুখ না হওয়ায় ভগবদনুগ্রহ লাভ করিতে পারে নাই। “ভক্তিহীন মানবের প্রতি আমি কখনই প্রসন্ন হই না । কর্মফলবাদী সহস্র সহস্র সৎকর্ম-প্রভাবে আমার দর্শন লাভ করিলেও আমার অনুগ্রহ লাভ করে না। তজ্জন্য দর্শন লাভ করিলেও দর্শন-সুখ হইতে তাহারা বঞ্চিত হয়।’’