আমা দেখিবারে সেই ক্ত তপ কৈল।
কত কোটি দেহ সেই রজক ছাড়িল ॥
কৃষ্ণের মথুরা-গমনকালে কংসরাজের রজক কৃষ্ণের দর্শন পায়। রজক বস্ত্র ও মাল্য সমর্পণ করিতে অস্বীকৃত হওয়ায় কৃষ্ণ রজককে সংহার করিতে বাধ্য হন। ভগবদ্দর্শনে প্রেমাভাব থাকিলে এইরূপ গতিই লাভ হয়। মকুন্দের প্রচুর পরিমাণে প্রীতি থাকায় ভগবদ্দর্শনলাভ ঘটিয়াছিল। তাঁহার প্রীতি না থাকিলে কোটিজন্ম অপেক্ষা করিবার পরে দর্শনে ভক্তিসুখলাভ ঘটিত।