Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 251

Language: বাংলা
Language: English Translation
  • রজকেও দেখিল—মাগিল তার ঠাঞি।
    তথাপি বঞ্চিত হৈল—যাতে প্রেম নাই

    যাহারা মুণ্ডকোপনিষৎ-কথিত সেব্যসেবক-তত্ত্বের সন্ধান রাখে না, তাহাদিগের বিচারপদ্ধতি দেখিলে আমি হৃদয়ে বড়ই দুঃখ পাই। যাহাতে আমার অপ্রীতির উদয় হয় এবং দুঃখ উপস্থিত হয়, তাহা আমার প্রতি ভক্তি নহে। অভাক্তজন আমাকে দর্শন করিতে না পারিয়া আমার সবিশেষ মূর্তি দেখিতে পায় না; নির্বিশেষ-বিচারপর হইয়া আমার দর্শনে চিরবঞ্চিত হয়। তাহারা নির্বুদ্ধিতা-ক্রমে প্রাপঞ্চিক বিচার অবলম্বনপূর্বক দ্রষ্টৃ-দৃশ্য-দর্শনের আবশ্যকতা বুঝিতে না পারিয়া নির্ভেদ-বাদকেই চরম লক্ষ্য মনে করে । সুতরাং সচ্চিদানন্দ-বিগ্রহের সেবা-সুখ হইতে চিরবঞ্চিত হয় মাত্র।

Page execution time: 0.0449850559235 sec