Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 246

Language: বাংলা
Language: English Translation
  • এই তোরে সত্য কহোঁ, বড় প্রিয় তুমি।
    বেদমুখে বলিয়াছি যত কিছু আমি ॥

    শ্রীগৌরসুন্দর বলিলেন,—মুকুন্দ, ভক্তি ব্যতীত আমাকে দর্শন করিতে গেলে আমার দর্শন হয় না, এসকল কথা পরম সত্য। “অতঃ শ্রীকৃষ্ণনামাদিন ভবেদ্‌গ্রাহ্যমিন্দ্রিয়ৈঃ । সেবোন্মুখ হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যদঃ॥’’ সেবার উন্মুখতা না হইলে সেব্য-বস্তুর সেবা না হইয়া অসেব্যবস্তুর সেবা হইয়া যায়। “নামাক্ষর বাহিরায় বটে, তবু নাম কভু নয়।’’ নাম ও নামী অভিন্ন। যাহাদের সেব্য সেবক-সম্বন্ধ-জ্ঞানের অভাব আছে, তাহারা ধর্মার্থ কাম-মোক্ষ চতবৰ্গ অতিক্রম করিয়া কৃষ্ণপ্রেমার সন্ধান পায় না ।

    “চক্ষুর্বিনা যথা দীপং যথা দর্পণমেব চ।
     সমীপস্থং ন পশ্যন্তি তথা বিষ্ণুং বহির্মুখাঃ

    (পাদ্রোত্তর ৫০ অঃ)।

Page execution time: 0.0465288162231 sec