তুমি যত কহিলে সকল সত্য হয়। ভক্তি বিনা আমা’ দেখিলেও কিছু নয় ॥
ভক্তিভরে যেখানে ভগবানের কীর্তন হয়, সেইখানেই ‘নামকীর্তন’রূপে ভগবান্ অবতরণ করেন। ভজনানন্দী মুকুন্দ ভগবানের অত্যন্ত প্রিয়। সুতরাং মুকুন্দের গানে ভগবান্ গৌরসুন্দর সর্বত্রই অবতীর্ণ হন।