মুকুন্দের খেদ-দর্শনে মহাপ্রভুর নিজভক্তি এবং
মুকুন্দের প্রশংসা ও তাঁহাকে বরদান—
মুকুন্দের খেদ দেখি’ প্রভু বিশ্বম্ভর।
লজ্জিত হইয়া কিছু করিলা উত্তর ॥
মুকুন্দ—–সহজ ভক্ত। তিনি প্রকৃত প্রস্তাবে অব্যভিচারিণী ভক্তিরই সেবক। সুতরাং তাঁহার মহিমার সীমা বর্ণনে যোগ্যতা লাভ দুর্ঘটনীয়। শ্রীমুকুন্দ শ্রীচৈতন্যদেবের প্রিয়ভক্ত-পর্যায়ে পরিগণিত।