Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 24

Language: বাংলা
Language: English Translation
  • সপার্ষদে তুমি যথা কর অবতার।
     তথাই তথাই দাস হইব তোমার

    মহাপ্রভু মুরারিকে বর দিতে গেলে তিনি বলিলেন,—“জন্ম জন্ম তোমার সেবা-ব্যতীত আমার আর কোন প্রার্থনা নাই। কোন জন্মেই যেন আমি তোমাকে ভুলিয়া অন্য কিছুতে প্রবেশ না করি। সকল জন্মেই যেন তোমার সেবা করিতে সমর্থ হই। আমার যেন সেবা ব্যতীত ইতর বুদ্ধি না হয়। “মুকুন্দ মূর্ধ্না প্রণিপত্য যাচে ভবন্তমেকান্তমিয়ন্তমর্থম্‌ । অবিস্মৃতিস্ত্বচ্চরণারবিন্দে ভবে ভবে মেঽস্তু ভগবপ্রসাদাৎ ॥ নাস্থা ধর্মে ন বসুনিচয়ে নৈব কামোপভোগ যদ্‌যদ্ভব্যং ভবতু ভগবন্‌ পূর্বকর্মানুরূপম্‌ । এতৎ প্রার্থ্যং মম বহুমতং জন্মজন্মান্তরেঽপি ত্বৎপাদম্ভোরুহযুগগতা নিশ্চলা ভক্তিরস্তু॥ দিবি বা ভূবি বা মমাস্তু বাসো নরকে বা নরকান্তক প্রকামম্‌ । অবধীরিতসারদারবিন্দৌ চরণৌ তে মরণেঽপি চিন্তয়ামি ॥ মা দ্রাক্ষং ক্ষীণপুণ্যান্ ক্ষণমপি ভবতো ভক্তিহীনান্‌ পদাব্জে মা শ্ৰৌষং শ্রাব্যবন্ধং তব চরিতমপাস্যান্যদাখ্যানজাতম্‌ । মা স্প্রাক্ষং মাধব ত্বামপি ভুবনপতে চেতসাঽপহ্নুবানান্‌ মা ভুবং ত্বৎপর্যাপরিকর-রহিতো জন্মজন্মান্তরেঽপি॥ মজ্জন্মনঃ ফলমিদং মধুকৈটভারে মৎপ্রার্থনীয়মদনুগ্রহ এষ এব। ত্বদ্‌ভৃত্য- ভৃত্য-পরিচারক ভৃত্য-ভৃত্য-ভৃতাস্য ভৃত ইতি মাং স্মর লোকনাথ॥’’ (মুকুন্দমালায়াং)। “অহং ত্বকামস্তদ্ভক্তস্ত্বঞ্চ স্বামনপাশ্রয়ঃ । নান্যথেহাবয়োরর্থোরাজসেবকয়োরিব ॥’’ ( —ভাঃ ৭/১০/৬)। “ভববন্ধচ্ছিদে তস্মৈ স্পৃহয়ামি ন মুক্তয়ে। ভবান্‌ প্রভুরহং দাস ইতি যত্র বিলুপ্যতে॥’’ (“হনুমদ্বাক্যম্‌) । “ধর্মার্থকামমোক্ষেষু নেচ্ছা মম কদাচন। ত্বৎ পাদপঙ্কজস্যাধ্যো জীবিতং দীয়তাং মম॥’’(—নাঃ পঃ রাঃ), “ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ্ভক্তিরহৈতুকী। ত্বয়ি॥’’ (শিক্ষাষ্টকে), “নাথ, যোনিসহস্রেষু যে যেষু ব্ৰজাম্যহম্। তেষু তেষ্বচ্যুতা ভক্তিরচ্যুতাস্তু সদা ত্বয়ি॥’’ (“—বিষ্ণুপুরাণ)।

Page execution time: 0.0639290809631 sec