Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 225

Language: বাংলা
Language: English Translation
  • দেখিলেক হিরণ্য অপূর্ব দরশন।
    না পাইল সুখ
    , ভক্তিশূন্যের কারণ

    প্রলয়াবসানে সৃষ্টি করিবার বাসনায় ব্রহ্মা জলমগ্ন পৃথিবীর উদ্ধার- চিন্তায় নিমগ্ন থাকিলে তদীয় নাসারন্ধ্র হইতে একটা সূক্ষ্ম বরাহ নিগর্ত হইয়া ক্ষণ-মধ্যে প্রকাণ্ড হস্তীর আকার ধারণ করিলেন। তিনি পশুর ন্যায় ঘ্রাণের দ্বারা পৃথিবীর অন্বেষণ করিতে করিতে সলিলাভ্যন্তরে প্রবেশ পূর্বক পৃথিবীকে দন্তে ধারণ করিয়া রসাতল হইতে উত্তোলন করিলেন। তৎকালে হিরণ্যাক্ষ গদাহস্তে ভগবানের তৎকার্যে প্রতিরোধ করিবার নিমিত্ত উপস্থিত হইলে ভগবান্‌  বরাহদেব অবলীলাক্রমে হিরণ্যাক্ষের বিনাশ সাধন করেন।( ভাঃ ৩/ ১৩ অধ্যায়)।

Page execution time: 0.0370290279388 sec