Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 222

Language: বাংলা
Language: English Translation
  • তাহা দেখিমরে সব নরেন্দ্রের গণ।
    না পাইল সুখ
    , —ভক্তিশূন্যের কারণ

    শ্রীকৃষ্ণের রুক্মিণী-হরণ-লক্ষ্মীর অংশ-সস্তূতা রুক্মিণীদেবী বিদর্ভাধিপতি ভীষ্মকের দুহিতৃরূপে জন্ম গ্রহণ করিয়াছিলেন। তিনি লোকমুখে শ্রীকৃষ্ণের রূপ-গুণাদির বিষয় শ্রবণপূর্বক মনে মনে তৎপ্রতি অনুরাগিণী ছিলেন। রাজা ভীষ্মক শ্রীকৃষ্ণকে যোগ্য-পাত্র জ্ঞানে তাঁহাকে রুক্মিণীসম্প্রদানের সঙ্কল্প করিলে রুক্মিণীর ভ্রাতা কৃষদ্বেষী রুক্মী তাহা নিষেধপূর্বক শিশুপালকে বর রূপে নির্ণয় করিয়াছিল। রুক্মিণী তাহা শ্রবণ-পূর্বক সাতিশয় দুঃখিতচিত্তে শ্রীকৃষ্ণের প্রতি নিজ অনুরাগের বিষয় উল্লেখ করিয়া কোন বিশ্বস্ত ব্রাহ্মণের হস্তে এক পত্ৰ শ্ৰীকৃষ্ণ-সমীপে প্রেরণ করিলেন। আর শিশুপাল আসিয়া তাঁহাকে বিবাহ করিবার পূর্বেই যেন শ্রীকৃষ্ণও আসিয়া রুক্মিণীকে গ্রহণ করেন, তদ্বিষয়ে অনুরোধ করিয়া পাঠাইলেন এবং গ্রহণের উপায়ও নির্দেশ করিয়া দিলেন । ভগবান্‌ শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের সহিত রথারোহণে বিবাহের পূর্বদিলে বিদর্ভরাজ্যে উপস্থিত হইলে ব্রাহ্মণ রুক্মিণী-সমীপে শ্রীকৃষ্ণের অভিপ্রায় ও আগমনবৃত্তান্ত বৰ্ণন করিলেন। বিবাহের পূর্বদিবসে কুলপ্রথামত রুক্মিণী অম্বিকামন্দিরে গমন করিয়া তথা হইতে নির্গত হইলে শ্রীকৃষ্ণ তাঁহাকে নিজরথে উঠাইয়া লইলেন এবং শিশুপালের হিতাকাঙ্‌ক্ষী রাজগণকে পরাজিত করিয়া স্বধামে প্রস্থান করিলেন ( ভাঃ ১০/৫৩-৫৪ অঃ)।

Page execution time: 0.0431180000305 sec