দেখিয়াও সবংশে মরিল দুর্যোধন।
না পাইল সুখ, ভক্তি শূন্যের কারণ ॥
প্রাকৃত-বিচারপর ব্যক্তিগণ সকল প্রাকৃত জগৎকে ভগবানের নশ্বর বিরাট্রূপে দর্শন করেন। প্রাকৃত-জ্ঞানে বলীয়ান্ দুর্যোধন। সেই বিশ্বরূপ দর্শন করিয়াও ভগবৎস্বরূপ-দর্শনে বঞ্চিত হওয়ায় সবংশে মৃত্যুমুখে পতিত হইল। যেহেতু দুর্যোধন পুণ্য-প্রভাবে ভগবানের বহিরঙ্গা শক্তিরচিত জগতে ঈশ্বর দর্শন করিয়াও ঈশ্বরে প্রাকৃত বুদ্ধিবশতঃ ভগবৎস্বরূপ-দর্শনাভাবে ভগবানে সেবোন্মুখ হইতে পারে নাই; সেইজন্য ভক্তিসুখ-লাভ দুর্যোধনের ভাগ্যে সম্ভবপর হয় নাই। পরন্তু ভগবদ্বিরোধ করায় সেবাবিমুখের দণ্ডস্বরূপ বংশের সকলের সহিত তাহার বিনাশ ঘটিয়াছিল।