“ভক্তি না মানিলুঁ মুঞি এই ছার মুখে। দেখিলেই ভক্তিশূন্য কি পাইব সুখে? ॥
মুকুন্দ বলিলেন,--‘আমি সেবারহিত, মন্দভাগ্য ব্যক্তি, এজন্য কায়মনোবাক্যে ভক্তির প্রাধান্য স্বীকার করি নাই। ভক্তি— সুখময় বস্তু। ভক্তিহীন আমি,--তোমাকে দেখিলেই কি সুখ পাইব?’।