ভক্তিপ্রাধান্য অস্বীকার-হেতু মুকুন্দের ক্রন্দন ও আত্মধিক্কার, দৃষ্টান্তমুখে ভক্তিহীনতার নিন্দা এবং ভক্তিযোগ প্রশংসা—
প্রভুর আশ্বাস শুনি’ কান্দয়ে মুকুন্দ। ধিক্কার করিয়া আপনারে বলে মন্দ ॥