ভক্তিময় তোমার শরীব—মোর দাস।
তোমার জিহ্বায় মোর নিরন্তর বাস ॥”
ভগবদ্ভক্তের শরীরে যে-সকল অঙ্গ-প্রত্যঙ্গ বর্তমান, সেইসকল অঙ্গ-প্রত্যঙ্গ কৃষ্ণসেবার জন্য নিরন্তর উন্মুখ। শ্রীগৌরসুন্দর —সাক্ষাৎ নামময়। সুতরাং তিনি মুকুন্দের জিহ্বায় সর্বক্ষণ বাস করেন। কৃষ্ণদাসের নিত্য উপলব্ধিতে অনুক্ষণ সেবা-বৃত্তি বর্তমান। সুতরাং ভগবান্কে বাধ্য হইয়া ভক্তের জিহ্বায় নিরন্তর বসতি স্থাপন করিতে হয়।