সত্য যদি তুমি কোটি অপরাধ কর॥
সেসকল মিথ্যা, তুমি মোর প্রিয় দৃঢ় ॥
নিত্য ভক্ত, পৌঢ় ভক্ত কখনই অপরাধ করেন না। যদি সেইরূপ অপরাধের সদৃশ কোনও কথা প্রকাশ পায়, তাহা হইলেও ঐ অপরাধজনিত কোন দণ্ডই তাঁহাকে গ্রহণ করিতে হয় না। তোমার ন্যায় ভক্তের কোটি কোটি অপরাধ হইলেও তোমার দৃঢ়তা ও প্রিয়ত্ব বিচারে সেইগুলি বর্তমান থাকিতে পারে না।