আমার গায়ন তুমি, থাক আমা সঙ্গে।
পরিহাসপাত্র-সঙ্গে আমি কৈল রঙ্গে ॥
তুমি সর্বদা ভগবৎকীর্তন করিয়া থাক। সেজন্য আমার সঙ্গে তোমার নিত্য বাস আছে। তবে যে আমি কোটি জন্ম পরে তোমাকে দর্শন দিব বলিয়াছি, উহা রহস্য মাত্র জানিবে। তুমি আমার অত্যন্ত প্রিয়, সেজন্য তোমার সহিত পরিহাস করা আমার স্বভাবের অন্তর্গত।