অব্যর্থ আমার বাক্য—তুমি সে জানিলা।
তুমি আমা’ সর্বকাল হৃদয়ে বান্ধিলা ॥
তোমার ভক্তির পরিমাণ অত্যন্ত অধিক বলিয়া তুমি আমার বাক্যাদেশ শিরে ধারণ করিলে এবং বিশ্বাস করিলে যে, তোমার ভক্তিবৃত্তি পুনরায় উজ্জীবিত হইবে। কিন্তু কোটিজন্ম অপেক্ষান্তে সেই ভক্তি লাভ হইবে, ইহাই দৃঢ় ধারণা করিলে; যেহেতু তুমি আমাকে নিত্যকাল হৃদয়ে বসাইয়া আবদ্ধ করিয়াছ এবং আমার বাক্যে সুদৃঢ় আস্থা স্থাপন করিয়াছ। সুতরাং আমি কখনই তোমার প্রতি প্রকৃত প্রস্তাবে বিরূপ হইতে পারি না।