দীর্ঘকাল পরেও মহাপ্রভুর কৃপা-প্রাপ্তির আশায়মুকুন্দের আনন্দ প্রকাশ—
প্রভু বলে,—“আর যদি কোটি জন্ম হয়। তবে মোর দরশন পাইবে নিশ্চয় ॥”
প্রভু তদুত্তরে বলিলেন,—“কোটি জন্ম পরে মুকুন্দের দর্শন-সৌভাগ্য হইবে।