“গুরু-উপরোধে পূর্বে না মানিলুঁ ভক্তি।
সব জানে মহাপ্রভু—চৈতন্যের শক্তি ॥
ইহার পূর্বে আমি সাম্প্রদায়িক শিক্ষাক্রমে ভক্তির সর্বশ্রেষ্ঠত্ব স্বীকার করি নাই—একথা মহাপ্রভু অবগত আছেন। কৃষ্ণভক্তি —শক্তিমত্তত্ত্ব শ্রীচৈতন্যদেবের শক্তি, সুতরাং আমি অপরাধী। শুদ্ধ জীবের নিত্যা বৃত্তিকেই ‘ভক্তি’ বলে। জীবমাত্রেই ভক্তি বৃত্তিতে অবস্থিত। সেই ভক্তি ছাড়িয়া ইতর প্রবৃত্তি অপরাধ আহরণ করে।