ভক্তিস্থানে উহার হইল অপরাধ।
এতেকে উহার হৈল দরশনবাধ ॥"
যাহারা কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা প্রভৃতি অবলম্বন করে ,ঐ সকল ব্যক্তি ভক্তির স্বরূপ-বোধে অসমর্থ ভক্তিদেবীর চরণে অপরাধ করে । সেই-সকল অপরাধী জনকে ভগবদ্ভক্তগণ সঙ্গ প্রদান করেন না। সুতরাং আমিও কর্মী বা মায়াবাদীকে কোন প্রকারে সম্মুখে দেখিতে পারি না।