অন্য সম্প্রদায়ে গিয়া যখন সাম্ভায়।
নাহি মানে ভক্তি, জাঠি মারয়ে সদায় ॥
মুকুন্দ যখন মায়াবাদি-গণের সম্প্রদায়ে প্রবেশ করে, তখন ভক্তির নিত্যত্ব অস্বীকার করিয়া ভক্তদিগকে তর্কযুদ্ধে আক্রমণ করে।
সাম্ভায়— প্রবেশ করে। অন্য সম্প্রদায়—মায়াবাদসম্প্রদায়।