প্রভু বলে,—“হেন বাক্য কভু না বলি।
ও বেটার লাগি মোরে কভু না সাধিবা ॥
শ্রীবাস মকুন্দের কথা উল্লেখ করিয়া তাঁহাকে সম্মুখে ডাকাইবার প্রস্তাব করিলেন। তদুত্তরে প্রভু ক্রোধ প্রকাশ করিয়া বলিতে লাগিলেন,---‘উহাকে কৃপা করিবার জন্য আমাকে কখনই অনুরোধ করিবেন না ॥’