কেহ বলে,—“আমার হউক গুরুভক্তি।
এই মত বর মাগে, যার যেই যুক্তি ॥
কেহ বর-প্রার্থনায় বলিলেন,—‘আমার শিষ্য, আমার পুত্র, আমার স্ত্রী, আমার ভৃত্যগণ আপনার প্রতি সেবাতৎপর হউন। কেহ বলিলেন,—‘আমার গুরু-পাদপদ্মে সেবা-প্রবৃত্তি বৃদ্ধি হউক। বিভিন্ন বর প্রার্থনা তাহাদিগের নিজ নিজ বুদ্ধি ও যুক্তির অনুমোদিত ছিল।