সকলেরই বিবিধভাবে ভক্ত্যনুকূল বর-প্রার্থনা—
কেহ বলে,—“মোর বাপে না দেয় আসিবারে।
তার চিত্ত ভাল হউক দেহ' এই বরে ॥''
কোন ব্যক্তি বর-প্রার্থনায় বলিলেন,---“আমার শুভানুধ্যায়ী অভিভাবক পিতা আমাকে ভক্তিপথে অগ্রসর হইতে নিষেধ করেন। যাহাতে তাঁহার চিত্তবৃত্তি পরিবর্তিত হইয়া আমার কানুশীলনে বাধা না দেন, এরূপ বর দিন।’