Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 166

Language: বাংলা
Language: English Translation
  • অদ্বৈতেরে বলিয়া গীতার সত্য পাঠ।
     বিশ্বম্ভর লুকাইল ভক্তির কপাট

    অদ্বৈতাধস্তনব্রুবগণ ও তদনুগ-গণ চিরদিনই শ্রীঅদ্বৈতপ্রভুর স্বরূপজ্ঞান-বিপর্যয়হেতু তাঁহাকে শ্রীচৈতন্য শিক্ষায় শিক্ষিত না জানিয়া মায়াবাদাশ্রয়ে ভক্তি হইতে চ্যুত হন এবং কর্ম-জ্ঞানাদি অভক্তিকেই গীতার্থ বলিয়া প্রচার করেন। শ্রীঅদ্বৈত -প্রভুকেই শ্রীচৈতন্যদেব অন্তরঙ্গ-ভক্তজ্ঞানে শিক্ষা দিয়াছিলেন, কিন্তু তাঁহার অনুগতব্ৰুব অধম কিঙ্করগণকে মায়াবাদ কূপে ডুবাইয়া দিয়া এবং কৃষ্ণভক্তিসম্বন্ধের কপাট বন্ধ করিয়া কর্মরাজ্যে সুখ-দুঃখ-ভোগার্থ ‘স্মার্ত’ করিয়াছিলেন। অদ্যাপি ‘অদ্বৈত-সন্তান পরিচয়াকাঙ্ক্ষ’ জনগণের কর্মবাদের প্রাচুর্য ও মায়াবাদে আগ্রহ দেখিতে পাওয়া যায়। সুতরাং তাহাদিগকে ভক্তিপথের আচরণশীল জানিবার পরিবর্তে সেবা-মন্দিরের রুদ্ধ-দ্বারের বহির্দেশে অবস্থিত জানিতে হইবে।

Page execution time: 0.0451741218567 sec