Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 162

Language: বাংলা
Language: English Translation
  • বৈষ্ণবাগ্রগণ্য-বুদ্ধিতে অদ্বৈতের সেবায় শুদ্ধ বৈষ্ণবত্ব ও
    কৃষ্ণপাদপ্রাপ্তি—

    বৈষ্ণবাগ্রগণ্য বুদ্ধ্যে যে অদ্বৈত গায়।
     সেই সে বৈষ্ণব
    , জন্মে জন্মে কৃষ্ণ পায়

     শ্রীঅদ্বৈত-প্রভুকে যিনি বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ-জ্ঞানে সেবা করেন, তাঁহাকেই ‘বৈষ্ণব’ বলা যাইবে; আর যাঁহারা শ্রীঅদ্বৈত প্রভুকে বিষয়জাতীয় কৃষ্ণ বুদ্ধি করিয়া শ্রীগৌরসুন্দরকে আশ্রয়জাতীয় ভক্ত জ্ঞান করিবেন, তাঁহারা কোনদিনই কৃষ্ণপাদপদ্ম লাভ করিত পারিবেন না। যাঁহারা অদ্বৈত-প্রভুকে বৈষ্ণবশ্রেষ্ঠ জানিবেন, তাঁহারাই যে  কোন জন্মে কৃষ্ণসেবার অধিকার পাইবেন।

Page execution time: 0.0536029338837 sec