ইহা দেখি’ চৈতন্যেতে যার ভক্তি নয়।
তাহার আলাপে হয় সুকৃতির ক্ষয় ॥
শ্রীঅদ্বৈত-প্রভু নিত্যকাল শ্রীচৈতন্যের স্মরণ করিয়া আনন্দে ক্রন্দন করেন। তিনি শ্রীচৈতন্যের স্মৃতি ব্যতীত অন্য কিছুই চিন্তা করেন না। এই সকল আলোচনা করিয়া যাঁহারা শ্রীচৈতন্যদেবে ভক্তিবিশিষ্ট হন না, তাঁহাদের সহিত কথোপকথনে জীবের সৌভাগ্যোদয় হওয়া দূরে থাকুক, ভক্তি হইতে বিচ্যুতি ঘটে।