চৈতন্য-সেবকের শ্রেষ্ঠ মহত্ত্ব—
যত যত শুন যার যতেক বড়াঞি। চৈতন্যের সেবা হৈতে আর কিছু নাঞি ॥
যিনি যে পরিমাণ শ্রীচৈতন্যের সেবাপরায়ণ তিনি তত বড়। উচ্চাবচ নিরূপণে শ্রীচৈতন্যসেবানুরাগের তারতম্যই একমাত্র নিদর্শন।