ভক্তরাজ অলঙ্কার,ইহা নাহি জানে।
অদ্বৈতের প্রভু—গৌরচন্দ্র নাহি মানে॥
শ্রীচৈতন্যদেব রূপবান্ পুরুষোত্তম । শ্রীঅদ্বৈত-প্রভু শ্রীচৈতন্যের ভূষণ-সদৃশ। এই কথা না বুঝিয়া শ্রীঅদ্বৈতপ্রভুকে শ্যামসুন্দর বোধে এবং শ্রীগৌরচন্দ্রকে অদ্বৈত-প্রভুর আশ্রিত-জ্ঞানে যে মহাপ্রভুর নিন্দা অদ্বৈতানুগ-পরিচিত জনগণে ব্যাপ্ত হইয়াছিল, তাহা অবশ্যই ভক্তিরাজ্য হইতে অপসৃত।