অদ্বৈত-ভক্তব্রুবগণ শ্রীচৈতন্য নিন্দা করিতে দৃঢ়প্রতিজ্ঞ হইয়া অদ্বৈতের প্রশংসামুখে যে অপরাধ করেন, তাহাতে তাঁহাদের অধঃপতন অবশ্যম্ভাবী। শ্রীঅদ্বৈত-প্রভু ঐ সকল ব্যক্তির সমুচিত দণ্ডবিধান না করিলেও তাহাদের অমঙ্গল অনিবার্য। যেহেতু শ্রীচৈতন্যদেবের অনুগ্রহেই শ্রীঅদ্বৈতপ্রভুর সর্বসিদ্ধি। সুতরাং তাদৃশ চৈতন্যবিমুখতা কখনই উহাদিগকে শোধন করিতে পারে না ।দুষ্পারা বিষ্ণুমায়া ভগবৎসেবাবুদ্ধি আবরণ করিয়া জীবকে সেবাবিমুখ করিলেই তাহারা গৌরভক্তগণকে আক্রমণ কারে ।*