প্রকৃত অদ্বৈত-ভক্তের লক্ষণ—
চৈতন্যেতে ‘মহামহেশ্বর’ -বুদ্ধি যা’র।
সেই সে –অদ্বৈত-ভক্ত, অদ্বৈত তাহার ॥
যাঁহারা শ্রীচৈতন্যদেবকে শ্রীঅদ্বৈচার্যের সেব্য বিগ্রহ জানেন, তাঁহারাই অদ্বৈত প্রভুর প্রকৃত ভক্ত। তাঁহাদেরই সেবা শ্ৰীঅদ্বৈত প্রভু গ্রহণ করেন। আর যাঁহারা অদ্বৈতের উদ্দেশে সেবা করিতে গিয়া অদ্বৈতকে ‘বিষ্ণু’ জ্ঞানপূর্বক শ্রীচৈতন্যচন্দ্রকে শ্রীবৃষভানুনন্দিনী জ্ঞান করারূপ মতবাদ পোষণ করেন, তাঁহাদিগকে কখনই অদ্বৈতের অনুগত সেবক বলা যায় না। ৫০ বৎসর পূর্বে শান্তিপুর গ্রামে ঐ প্রকার নবোদ্ভাবিত ঘৃণিত মতবাদের প্রচার হইয়াছিল। কাল্নায় এই মতবাদ গ্রন্থকারে পরিণত না হইলেও তদ্দেশবাসিগণ ন্যূনাধিক ঐ মত পোষণ করিয়া নিরয়গামী হয়।