‘স্বতন্ত্র ঈশ্বর’ বুদ্ধিতে অদ্বৈতসেবার অপ্রিয়ঙ্করত্ব—
সর্ব-ভাগবতের বচন অনাদরি’।
অদ্বৈতের সেবা করে’ নহে প্রিয়ঙ্করী ॥
শ্রীচৈতন্যদেবের সকল ভক্তের বাক্য অনাদর করিয়া যাঁহারা কেবলমাত্র অদ্বৈতের সেবা করিবার নামে ভক্তির অমর্যাদা করেন, তাঁহারা জগতের মঙ্গল বিধান করেন না।